নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নদীর পানিতে ডুবে হামিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নদী থেকে উদ্ধার করা হয় হামিমের মরদেহ। নিহত হামিম উপজেলার মশিন্দা সাহাপুর গ্রামের আবু বকরের ছেলে।
জানা গেছে, গত রোববার সকালে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া ফুফুর বাসায় পরিবারের সাথে বেড়াতে যায় হামিম। পরদিন সোমবার সকালে বন্ধুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশের চলনবিলের আত্রাইয়ের শাখা নদীতে পড়ে যায় হামিম। অনেক খোঁজাখুঁজির পরে দুপুর সাড়ে ১২ টার দিকে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …