নীড় পাতা / উত্তরবঙ্গ / ফুটবল খেলার সময় অসুস্থ হাসপাতালে যুবকের মৃত্যু

ফুটবল খেলার সময় অসুস্থ হাসপাতালে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। এরপরে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার পর রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাম রাব্বি একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। রাব্বির পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাতে সদর উপজেলার চৌগাছি গ্রামে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এলাকাবাসী। সেই খেলায় একটি পক্ষের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন রাব্বি। খেলার চলাকালীন সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সময় আয়োজকরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। তবে হাসপাতালে পৌঁছার পূর্বেই রাব্বি মৃত্যুবরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ফরহাদ জানান, হাসপাতালে পৌঁছার পূর্বেই রাব্বির মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে নাকি আঘাত জনিত কারণে মৃত্যু হয়েছে তা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পরেই প্রকৃত তথ্য জানা যাবে।

আরও দেখুন

 বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে লালপুরে বিএনপির ইফতার মাহফিল

  নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নাটোরের লালপুরে বিশেষ …