নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা বন্ধ ও ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে বড়াইগ্রামে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বড়াইগ্রাম পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার প্রাণকেন্দ্র লক্ষীকোল বাজারে আয়োজিত পথসভায় পৌর আমীর আলমাস হোসেনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু বকর সিদ্দিক, সাবেক থানা আমির আব্বাস আলী মাস্টার, জামায়াত নেতা অধ্যাপক শরিফুল ইসলাম, বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সেক্রেটারি আবু তালেব ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ফিলিস্তিনে ইসরাইলের জাতিগত নিধন বন্ধে জাতিসংঘ ও ওআইসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সবাইকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। এ সময়ে মিছিলে আগত নেতাকর্মী সহ বাজারের সাধারণ মানুষেরা দুহাত তুলে ইসরাইলের পণ্য বর্জনের অঙ্গীকার করেন।