মঙ্গলবার , মার্চ ১৮ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / ফাল্গুনী সাদা পলাশ

ফাল্গুনী সাদা পলাশ

বসন্ত ঘুরে শুভ আসে
রঙমহলের রঙে ভাসে
ধূলিমাখা হাঁটার পথে
ঝরছে পাতারা শপথে

ভর দুপ্পুর রোদে ফাটে
ক্লান্ত বক্ষে তৃষ্ণায় মেটে
কিচিরমিচির কোলাহল
পাথরে ভেজায় তৃপ্তিজল

মৃত ধূসর শহর মানায়
শেষার্ধে স্বাগত জানায়
শতমূর্ছনা ভুলে উচ্ছ্বাস
সাদাপলাশে রঙ বিলাস

শূন্যের ডালে ফুলে ভরে
সাজে চিত্ত বরনের তরে
প্রহর গুনে আগমন যার
ধরণীতে বসন্তরঙ সবার

টপি সরদার
সিংড়া, নাটোর

আরও দেখুন

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত …