শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / খেলা / ক্রিকেট / ফাইনালে ভারতীয়দের বিপক্ষে বাংলাদেশের যুবারা

ফাইনালে ভারতীয়দের বিপক্ষে বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক:

ত্রিদলীয় সিরিজের ফাইনালে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অপরাজিত টাইগারদের বিপক্ষে ভারতীয় যুবাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

তিন যুব দলের এই সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও অংশ নেয় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ২৮ নভেম্বর শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশ এখনও কোনো ম্যাচ হারেনি।

২৯ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ১ ডিসেম্বর ভারত ‘বি’ দলকে দাপটের সাথে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ১১৩ রানের বিশাল ব্যবধানে।

এরপর টাইগাররা খেলেছে আরও একটি ম্যাচ, জয় এসেছে সেই ম্যাচেও। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে আবারও টাইগাররা হারায় ৬ রানের ব্যবধানে। তবে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। একইভাবে বৃষ্টিতে ভেসে যায় স্বাগতিক দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচ।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে বাংলাদেশ নিশ্চিত করে ফাইনালে অংশগ্রহণ। মঙ্গলবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।

এই ম্যাচকে ঘিরেও অবশ্য বৃষ্টির শঙ্কা আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে মঙ্গলবারও বৃষ্টি হতে পারে কলকাতায়। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচটিতেও বৃষ্টির হানা দেওয়ার শঙ্কা রয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …