রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ফসলি জমি বাঁচাতে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

ফসলি জমি বাঁচাতে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর (নাটোর) :
নাটোরের গুরুদাসপুরে ফসলি জমি বাঁচাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। গত
শুক্রবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী উত্তরপাড়া গ্রামের কৃষি ক্ষেতে ওই
বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে পুরুষদের সাথে নারীরাও অংশগ্রহণ
করেন।

মানববন্ধনে কৃষকরা জানান, কুমারখালী উত্তরপাড়া মাঠে অন্তত ২ হাজার বিঘা ফসলি জমি
রয়েছে। ধান, পাট, ভুট্টা, রসুনসহ প্রায় সব ধরনের ফসল ফলে। তবে স্থানীয় মৃত সদর উদ্দিন মন্ডলের
ছেলে মো. আব্দুল হাকিম ও আব্দুল মমিন নামে দুই ভাই তাদের তিন ফসলি জমিতে উঠতি ফসল
নষ্ট করে পুকুর খননের প্রস্তুতি শুরু করেছেন। যদি পুকুর খনন হয় তাহলে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি
হবে। পানি জমে ফসল উৎপাদন ব্যাহত হবে। নিচু জমিতে যাদের বাসা বাড়ি সেখানে পানি
উঠবে। দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কায় ফসলী জমিতে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী তাই মাবনবন্ধন ও বিক্ষোভ
করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জমসেদ আলী, মুঞ্জুর আলম, সোলায়মান আলী, শাজাহান আলী,
আব্দুল কাদের প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার জানান. পুকুর খননের প্রস্তুতির প্রতিবাদে
কৃষকদের মানববন্ধনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে তাদের পুকুর খননের
প্রস্ততি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে দুই ভাইকে ফসলী জমিতে পুকুর খননের
আইনগত শাস্তির বিষয়টিও অবগত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …