নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পরে অবশেষে ১৭ দিন পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন পথকে উদ্ধার হওয়া শতবর্ষী বৃদ্ধাকে তার পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বৃদ্ধার নাম রাহেলা খাতুন। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত. নবী মন্ডলের স্বামী। মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাহেলা খাতুনের পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিভিন্ন গণমাধমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রহনপুর রেল ষ্টেশনের পরিত্যক্ত একটি প্ল্যাটফর্মে শতবর্ষী ওই বৃদ্ধার অসহায় অবস্থায় পড়ে থাকার খবর প্রচার হলে, ১২ জানুয়ারি রাতে রহনপুর পুলিশ তদন্ত ফাঁিড়র এএসআই তৌহিদ মন্ডল ও ডিএসবি সদস্য নুরুন্নবী তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রহনপুর পৌরসভার মেয়র ও স্থানীয় প্রশাসন তার দেখাশুনা করে আসছিলেন।
পরে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ওই বৃদ্ধার সন্ধান চেয়ে আবারো প্রশাসনের সরকারী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালায়। পরে গতকাল মঙ্গলবার তার স্বজনরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয় নিশ্চিত হয়। পরে বৃদ্ধাকে নিতে আসা তার স্বজনরা ও জনপ্রতিনিধি অঙ্গীকারনামায় সাক্ষর করে ওইদিন রাতেই যশোর নিজ বাড়ির পথে রওনা হন রাহেলা।
রাহেলার পত্রবধূ রহিমা বেগন, ‘যশোরের বেনাপোলে ছোট ছেলের বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোজাখোজি করে পাওয়া যায়নি। তারা আরো বলেন, ভূলক্রমে; খুলনা থেকে রহনপুরগামী মহানন্দা ট্রেন যোগে রহনপুরে ট্রেনে চড়ে চলে আসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়।
এদিকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে নিশ্চিত হয়েছি যে শতবর্ষী এই বৃদ্ধা আবুল কাশের মা। আমরা বৃদ্ধাকে তার পরিবারের কাছে অঙ্গীকার নামায় সাক্ষর করে রাত নয়টার দিকে হস্তান্তর করেছি। তবে সেখানকার প্রশাসনের নজরদারিতে রাখার কথাও বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ রহনপুর পুলিশ ফাড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, ওই বৃদ্ধার পছলে আবুল কাশেম, পুত্রবধু রহিমা বেগম, রামচন্দ্রপুর এলাকার ইউপি সদস্য বিল্লাল হোসেন ও প্রতিবেশী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
আরও দেখুন
কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …