সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / প্রয়াত সাংবাদিক হুমায়ূন কবিরের পরিবারের পাশে নারীনেত্রী রেনী

প্রয়াত সাংবাদিক হুমায়ূন কবিরের পরিবারের পাশে নারীনেত্রী রেনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক খবরপত্র পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান প্রয়াত হুমায়ূন কবিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

আজ শনিবার বিকেলে প্রয়াত সাংবাদিক হুমায়ূন কবিরের বাড়িতে যান তিনি। এ সময় হুমায়ূন কবিরের স্ত্রী পুতুলের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং একজন মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাস প্রদান করেন সমাজসেবী শাহীন আকতার রেনী।

এ সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বিএফইউজে এর সহ-সভাপতি মামুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুলাই মহানগরীর রাণীবাজার শহীদ মিনার এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন হুমায়ূন কবির। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক হুমায়ূন কবিরের বড় মেয়ে রাইসা কবির হিয়া রাজশাহী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের এবং ছোট মেয়ে রিম্পা কবির হিমকি রাজশাহী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …