নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন। গত রবিবারে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এছাড়াও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রীর দপ্তরে বিটিভির সংবাদ প্রযোজক আসিফুর রহমান।
উল্লেখ্য চলতি মাসের ২ তারিখে প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হন। তার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পরে বাড়িতে আইসোলেশন এ থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে তিনি ফোনে জানিয়েছেন। ইতিমধ্যে আক্রান্তের পর তার প্রথম নমুনা পরিক্ষার ফল নেগেটিভ অসে।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বলে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
