শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রেরণা জোগানোদের একজন শেখ হাসিনা : ভয়েস অব আমেরিকা

প্রেরণা জোগানোদের একজন শেখ হাসিনা : ভয়েস অব আমেরিকা

মার্চ মাসটি নারী জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সমাজে নারী জাতির বিভিন্ন অবদানের বিষয়টি স্বীকার করতে বেশ ঘটা করে স্মরণ করা হয় এই মাসটি। এরই অংশ হিসেবে ৮ মার্চ বিশ্বজুড়ে পালন করা হয় ‘বিশ্ব নারী দিবস’।

নারীদের জন্য বিশেষ এই মাসকে ঘিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভোয়া)। পোস্টে তারা আপন ক্ষেত্রে প্রভাবশালী বিশ্বের সাত নারী রাজনীতিকের নাম উল্লেখ করেছে। এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …