নীড় পাতা / উত্তরবঙ্গ / প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার ও মোটরসাইকেলে আগুন

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার ও মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে হাবিব উল্লাহ (২১) নামে এক যুবক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। এঘটনায় ওই যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে প্রেমিকার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর গ্রামে এঘটনা ঘটে। প্রেমিক হাবিব উল্লাহ পার্শ্ববর্তী গ্রামের বাবর আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব উল্লাহ রাজশাহীর বরেদ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে মঙ্গলবার রাতে উপজেলার অমরপুরে মোটরসাইকেল নিয়ে দেখা করতে গেলে ওই প্রেমিকার বাবা শিহাব উদ্দিন বিষয়টি জানতে পেরে তার লোকজন নিয়ে হাবিব উল্লাহকে মারধর করে। পরে স্থানীয়রা ওই প্রেমিক হাবিব উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় মেয়ের বাবার লোকজন মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ভুক্তভোগী হাবিব উল্লাহ বলেন, দেড় বছর আগে আমরা বিয়ে করেছি। মেয়ের বাবা প্রভাবশালী হওয়ায় আমাদের বিয়ে মেনে নেয় নি। তারা জোরপূর্বক আমার স্ত্রীকে নিয়ে গেছে। আমাকে মারধর করে আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এঘটনায় অভিযুক্ত মেয়ের বাবা শিহাব উদ্দিন কোন মন্তব্য করতে রাজি হয় নি।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

দ্রুত নিবার্চন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নিবার্চিত সরকার -দুলু

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …