নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ ও নেস্কো কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রি পেমেন্ট মিটার স্থাপনের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে শুরু হয় মানববন্ধন।
এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার সকল মসজিদে জমায়েত ও শনিবার বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক রইস উদ্দিন, জাপা নেতা আশরাফুজ্জামান মুন্না, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। আন্দোলন থেকে সর্বস্তরের মানুষ দের নিজ স্বার্থে আরো সম্পৃক্ত হয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …