নিজস্ব প্রতিবেদক
নাটোর উৎসব মুখর পরিবেশে জেলা ট্রাক,ট্রাংকলরী ও কার্ভা ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলা ট্রাক,ট্রাংকলরী ও কার্ভা ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন গঠণের প্রায় ত্রিশ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯ টা থেকে এই ভোট গ্রহণ শুরুর হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ২৩৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নাটোর শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে দুটি প্যানেলে ১৩ টি পদে মোট ২৮ জন প্রতিদ্বন্দ্বি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একটি (রওনক-জলিল) প্যানেল এবং অপরটি (আলম-চুন্নু) প্যানেল সভাপতি সাধারন সম্পাদকসহ ১৩ টি পদে এবং স্বতন্ত্র ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আরিফ সরকার এবং সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মালেক শেখ।