রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা

প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির কার্যক্রম সম্প্রসারণের লক্ষে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলা গার্ল গাইডস অ্যাসেশিয়েশনের আয়োজনে বুড়িরভাগ নয়নতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মত বিনিময় সভা হয়। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির কার্যক্রম সম্প্রসারণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,রামশাকাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ মহসিন আলী,ধনকড়া অপরাজিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব উল্লা,সোনাপাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা প্রমুখ।

আায়োজকরা বলেন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান,সুশৃঙ্খল,পরপকারী,আত্মমর্যদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গার্ল গাইডস কার্যক্রম গুরুপূর্ন ভূমিকা পালন করে।প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখির সম্প্রসারিত করে আরো ফলপ্রসু করতে এ উদ্দোগ।এ নিয়ে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …