শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / প্রশাসন আমার কিছুই করতে পারবে না

প্রশাসন আমার কিছুই করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
হাতে ইয়ারগান নিয়ে মোটরসাইকেলে চড়ে অতিথি পাখি শিকারে ব্যস্ত শাহীন আলম। মোটরসাইকেলে একটি ব্যাগে বেশ কয়েকটি পাখি দেখা যাচ্ছে। রবিবার দুপুরে সিংড়া উপজেলার বুঁনকুড়ি গ্রামে ইয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন শাহিন।

এসময় সংবাদকর্মী আবু জাফর সিদ্দিকী তাঁকে বলেন, পাখি শিকার আইনত দন্ডনীয় অপরাধ, পাখি শিকার থেকে বিরত থাকুন। দাম্ভিকতার সাথে শাহিন বলেন, আমি এসবই করি, প্রশাসন আমার কিছুই করতে পারবে না, যা ইচ্ছা তাই করেন। শাহিন রামানন্দ খাজুরা গ্রামের মো. হাসান আলীর পুত্র।

স্থানীয়রা জানায়, সে প্রতিদিন অতিথি পাখি শিকার করে। এভাবে পাখি শিকার করলে একসময় সিংড়া উপজেলা অতিথি পাখিশূন্য এলাকায় পরিণত হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু বলেন, পাখি শিকারের বিষয়ে প্রশাসনকে অবগত করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …