নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের উপর ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ষড়য’ন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আজ ২৬ আগস্ট সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ করেন তারা৷ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিশির আহম্মেদ, নাফিজ ফুয়াদ,সোহাগ, মুন্না রহমান, মিনহাজ রহমান প্রমুখ। উল্লেখ্য গত ২৫ আগস্ট রোববার ঢাকায় আনসার সদস্যরা সচিবালয়ে ঘেরাও করে তাদের দাবি দাওয়া নিয়ে। এই সচিবালয়ে ঘেরাওয়ের সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করেন বলে অভিযোগ পাওয়া যায়। তারই প্রেক্ষিতে ছাত্ররা সচিবালয় মুখী হলে আনসার সদস্যরা সমন্বয়ক আবুল হাসনাত সহ ছাত্রদের উপরে হামলা করেন বলে জানান ছাত্ররা। এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। এই হামলার প্রতিবাদে গতকাল রাতেই একবার বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …