নিজস্ব প্রতিবেদক:
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেছেন “ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। প্রত্যেকটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শেখ রাসেল আইসিটি ল্য্যাব, বিজ্ঞানাগার, শিক্ষক নিয়োগ, অনেক স্কুল-কলেজকে এমপিও ভুক্ত, প্রাইমারীতে উপবৃত্তি চালু,বছরের প্রথম দিনেই বই দেওয়া সহ অনেক কাজ হয়েছে।
” তিনি আজ শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৫৮ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনরুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, প্রকৌশলী রবিউল ইসলামসহ প্রাক্তন ছাত্ররা। পরে ২৫০ জন দরিদ্র ও দুঃস্থ জনগনের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।