শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রী ৩ জুন হজ ফ্লাইট উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী ৩ জুন হজ ফ্লাইট উদ্বোধন করবেন

নিউজ ডেস্ক:
উদ্বোধনী হজ ফ্লাইটের জোরালো প্রস্তুতি চলছে। গত এক সপ্তাহ ধরে বৈঠকের পর বৈঠক ডাকা হচ্ছে। সর্বশেষ রবিবারও আশকোনা হজ অফিসে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিতিতে জরুরী বৈঠক ডাকা হয়। আবার এদিন ছিল ব্যালটি হজযাত্রীদের টাকা জমা দেয়ার শেষ দিন। এ বছর ব্যালটি হজযাত্রীর জন্য নিবন্ধিত হয়ে আছেন চার হাজার। তাদের মধ্যে রবিবার পর্যন্ত টাকা জমা দিয়েছেন ৩ হাজার ৯৫২ জন। আজ বাকি ৪৮ জন টাকা জমা দেবেন। 

হজ অফিস সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর টানা ১২ জুন পর্যন্ত চলবে ব্যালটিদের ফ্লাইট। এ বিষয়ে হাব সভাপতি শাহাদত হোসেন তসলিম দৈনিক জনকণ্ঠকে বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমাদেরকেও তাগিদ দেয়া হয়েছে বেসরকারী হজযাত্রীদের সব নিবন্ধন ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করার জন্য। আমরা জানিয়েছি, ৫ জুন থেকে ব্যালটি হজযাত্রী দিয়ে উদ্বোধনী ফ্লাইট শুরু করা হলেও ১০ জুন থেকে যাবে ননব্যালটি হজযাত্রী।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …