শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / খোলা চিঠি / প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে একজন ঋনগ্ৰস্ত সাধারণ শেয়ার বিনিয়োগকারীর খোলা চিঠি

আমি একজন শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারী। ২০০৯ সালের শেষের দিকে শেয়ার বাজারে বিনিয়োগ আরম্ভ করি। ২০১০ সালের মহাধ্বসের পর আমি কোন শেয়ার বিক্রি করি নাই। আমার ক্রয়কৃত শেয়ারের দাম কমতে থাকে, আমি শেয়ারের মূল্য গড় করার জন্য বার বার শেয়ার কিনতে থাকি। কিন্তু আমি যতবার শেয়ার কিনেছি ততবারই শেয়ারের মূল্য কমতে থাকে। কোন উপায়ান্তর না পেয়ে আমি আমার বিনিয়োগকৃত শেয়ার মূল্যের ৫০% মার্জিন ঋণ নিয়ে শেয়ার ক্রয় করি। আমি অদ্যাবধি কোনো শেয়ার বিক্রি করতে পারি নাই কারণ, শেয়ার বিক্রি করলে প্রচুর পরিমাণে লোকসান গুণতে হতো। গত ১০ বৎসর যাবৎ কোনো অবস্থাতেই শেয়ার বাজার স্থিতিশীল হয় নাই।

এমতাবস্থায় বর্তমানে আমার মার্জিন ঋণের পরিমাণ সুদে আসলে বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। আমি মার্জিন ঋণের হাত থেকে বাঁচতে চাই। বর্তমান অবস্থা বিবেচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জীবন বাঁচাতে মার্জিন ঋণের সুদ নিঃশর্তভাবে সম্পূর্ণ মওকুফ করে দিয়ে ঋণের আসল টাকা তিন বৎসরের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ দিয়ে এবং শেয়ারের ফ্লোর প্রাইজ ৩০%বৃদ্ধি করে আমাদের সারা জীবনের সঞ্চয় রক্ষা করার জন্যে আপনার কাছে আকুল আবেদন করছি।

পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ঈশ্বর আপনাকে করোনাভাইরাসমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ দিয়ে সাধারণ মানুষের জীবন বাঁচাতে স্বতঃস্ফূর্ত সাহায্য করবেন বলে আশা করি। ‌

নিবেদক-
মৃনাল কুমার সার্বভৌম, নাটোর।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …