মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬০ টি মসজিদ নির্মাণ করেছেন; নাটোরের সিংড়ায়- প্রতিমন্ত্রী পলক এমপি 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬০ টি মসজিদ নির্মাণ করেছেন; নাটোরের সিংড়ায়- প্রতিমন্ত্রী পলক এমপি 

নিজস্ব প্রতিবেদক: 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০ টি মসজিদ নির্মাণ করছেন \ নবী করিম সাঃ বলেছিলেন পৃথিবীতে যে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহতালা তার জন্য বেহেস্তে একটি ঘর নির্মাণ করে দেন। সবাই দোয়া করবেন মহান আল্লাহপাক তাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন যাতে করে তিনি এই সকল মহৎ কাজ আরো বেশী বেশী করে করতে পারেন, আরো বেশী দিন ধরে করতে পারেন।

 ” প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আরাফাতি হাজী কল্যাণ পরিষদ আয়োজিত সমাবেশের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ প্রফেসর মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শফিকুল ইসলাম শফিক,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ এড. শেখ ওহিদুর রহমানসহ অন্যান্যরা। এসময় ২১৯ জন হজ¦ গমনইচ্ছুক হাজীকে শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন তিনি। পরে দেশ ও জাতীর  কল্যাণে দোয়া করা হয়। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …