রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / প্রধানমন্ত্রী দেশের কাউকে গৃহহীন রাখবেন না: এস এম কামাল

প্রধানমন্ত্রী দেশের কাউকে গৃহহীন রাখবেন না: এস এম কামাল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কাউকে আর গৃহহীন ও ভূমিহীন রাখবেন না। এরই মধ্যে বেশির ভাগ আশ্রয়হীন মানুষ পাকা ঘর পেয়েছেন। যাঁরা এখনো বাকি আছেন, তাঁদেরও পর্যায়ক্রমে ঘর তৈরি করে দেওয়া হবে। আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’

রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে এস এম কামালের সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর সাংসদ ডা. মনসুর রহমান, সাবেক সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, হাবিবুর রহমান হাবিব, খ ম জাহাঙ্গীর আলম জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগরে ফিরে যান।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …