শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো মুক্তিযুদ্ধের বিরল স্মৃতি

প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো মুক্তিযুদ্ধের বিরল স্মৃতি

নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) হাতে লেখা হিসাবের খাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে দাদা ভাইয়ের দুই সন্তান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রধানমন্ত্রীর হাতে মুক্তিযুদ্ধের বিরল এ স্মৃতিটি হস্তান্তর করেন।

চিফ হুইপের কার্যালয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুদ্ধকালীন তার নিজ হাতে লেখা অন্তিনগর/মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা বুধবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

মুক্তিযুদ্ধের বিরল এ স্মৃতিটি হস্তান্তর করেন ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী, এমপি। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছোট ছেলে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, এমপি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …