সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান এমপি শিমুল

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
পবিত্র রমজান উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার নলডাঙ্গা পৌরসভায় ৩শ’ ৫০ জন দুঃস্থ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে নগদ ৫শ’ টাকা করে উপহার তুলে দেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। পৌর মেয়র মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সুকুর, সাধারণ সম্পাদক মশফিকুর রহমান মকু, জেলা যুবলীগ সভাপতি রুহুল আমিন বিপ্লব প্রমুখ।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, পবিত্র রমজান উপলক্ষে নলডাঙ্গা পৌরসভা ০৯ টি ওয়ার্ডের ৩শ’ ৫০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ (ত্রাণ) সহায়তা বিতরণ করা হলো। পর্যায়ক্রমে নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই সুবিধার আওতায় আসবে। নলডাঙ্গা পৌর সভার মত অন্যানো পৌরসভাতেও এই কার্যক্রম চলবে।


আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …