সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন ও দুর্যোগকালীন ত্রাণ সহায়তা বিতরণ করলেন এমপি বকুল

প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন ও দুর্যোগকালীন ত্রাণ সহায়তা বিতরণ করলেন এমপি বকুল


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে এসব সহায়তা বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 
বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের ২৩৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে এক লাখ টাকা, প্রাথমিক পর্যায়ে ৬০ জন শিক্ষার্থীকে এক লাখ টাকার শিক্ষা উপকরণ এবং ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ২০২১-২০২১ অর্থ বছরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি ব্যায় বাবদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা৷ 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছেন। তাই সবখানে সরকারি সহায়তার সুষম বন্টন নিশ্চিত করেছেন। এটিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো সফল করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে। 

এর আগে উপজেলা এলএসডি চত্বরে অভ্যন্তরীণ  ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …