সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির চাল তুলে দিলেন সাংসদ ওমর ফারুক

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির চাল তুলে দিলেন সাংসদ ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে সে কারণে কর্মহীন  নিম্ন আয়ের ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির  চাল বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দিলেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর)  আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
 
সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের তদারকির মাধ্যমে মোট ৪৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল থেকে উপজেলার ৯ ইউনিয়ন ২ টি পৌরসভায় বসবাসকারী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশিরসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
স্থানীয় সংসদ সদস্য বলেন, দেশজুড়ে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব  ছড়িয়ে পড়ার কারণে অসহায় ও দরিদ্র মানুষ সরকারি বিধি নিষেধ মানতে গিয়ে কিছুটা খাদ্যসংকটে  পড়েন। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে  পাওয়া ৪৪ মেট্রিক টন চাল গোদাগাড়ী উপজেলার ৯ ইউনিয়ন ও ২ পৌরসভায় বসবাসকারী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে  বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার জানান, ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের তরফ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে। এই সময় দিন এনে দিন খাওয়া মানুষকে সহায়তা করতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়লে সরকারি সহায়তা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার নিজেও অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। 

পরে এ দিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …