মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হোন: জয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হোন: জয়

নিউজ ডেস্ক:
বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শামিল হওয়ার আহ্বান জানান তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইয়েড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জয়।

তিনি আরও লেখেন, ‘সময় এখন এগিয়ে যাওয়ার, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রযাত্রায় শামিল হোন আপনিও। সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা সবাই মিলে গড়বোই- এই হোক আমাদের এগিয়ে চলার প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

একইসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যাতে তথ্যপ্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …