রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / প্রধানমন্ত্রীর নামে এবারো কোরবানি দিলেন আওয়ামী লীগ নেতা রানা

প্রধানমন্ত্রীর নামে এবারো কোরবানি দিলেন আওয়ামী লীগ নেতা রানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা ও টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবারো গরু কোরবানি দিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার দিন সকালে নিজ বাড়িতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দেন। তিনি নিজেই কোরবানির গরুটি জবাই করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেওয়া প্রসঙ্গে আনোয়ার হোসেন রানা বলেন, মহান আল্লাহপাক যেনো আমাদের প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করেন। এর পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যেনো গড়তে পারে সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারো তাঁর নামে গরু কোরবানি দিয়েছি। 

সেই কোরবানির মাংস তিনি এলাকার গরীব-দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে রাখতে চান তিনি।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …