নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের উদ্দেশ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ১৪টি ঘর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় পুঠিয়া ইউনিয়নের পীরগাছা গ্রামে ১৪টি ঘর নির্মান কাজ পরিদর্শন করেন তিনি। এ সময়ে সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।
ইউএনও বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে প্রকৃত গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
জানা যায়, প্রতিটি পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট আধা-পাঁকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে।