শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইসিটি বিভাগের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইসিটি বিভাগের অনুদান

নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে এই শুভেচ্ছা স্বারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অসহায়-নিরন্ন মানুষের ত্রাণসহায়তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ২২ লাখ ৯৫ হাজার টাকার একটি চেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড, বুয়েট টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …