সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নাটোরে পৌর আওয়ামী লীগের মিছিল

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নাটোরে পৌর আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক:
২৯ জানুয়ারি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে নাটোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে গণ মিছিল বের করা হয়।

আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এই গণ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নাটোর – নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মর্তোজা আলী বাবলু প্রমুখ। পৌর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে রাজশাহীতে ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জনসমাবেশ সফল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …