নিজস্ব প্রতিবেদক, লালপুর:
ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ৩য় ধাাপের রঙিন সেমি পাকা ঘর বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে। ভূমিহীনদের নামে বরাদ্দকৃত ঘর সচ্ছল পরিবারের সদস্যদের টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুবিধা বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা। সচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঘর দেওয়ার কারণে বারাদ্দকৃত ঘরে বসবাস করছেন না তারা বলে দাবি করেন ভূমিহীন পরিবারের সদস্যরা।
এছাড়া ৪০ দিনের কর্মসূচি,ঘাট ইজারাতে অনিয়ম, জন্ম ও ওয়ারিশ সনদ সহ ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ওই ইউপি চেয়ারম্যান বলে অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের ইউপি সদস্যরা।
সরজমিনে, আশ্রয়ন প্রকল্পের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামে ৮ টি পরিবারের মাঝে বরাদ্দকৃত ঘরে ৫ টিতে ও ভাটপাড়া গ্রামের ১০টির মধ্যে ৮ টিতে তালা বন্ধ অবস্থায় দেখা গেছে। বঞ্চিত ক শ্রেণীর ভূমিহীনরা ঘর বরাদ্দ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এবং তদন্ত সাপেক্ষে ক শ্রেণীর সঠিক ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বক্তব্য নিতে গেলে সে বক্তব্য না দিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।পরে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অফিস ৩টা পর্যন্ত। এজন্য বাড়ীতে চলে এসেছি। কোন বিষয়ে কথা বলতে চাই না বলে জানান তিনি।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …