রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রীর একটাই কথা সকল কাজের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ: পরিকল্পনামন্ত্রী

প্রধানমন্ত্রীর একটাই কথা সকল কাজের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যখন কোনো প্রকল্প নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই, তিনি জানতে চান এই প্রকল্পে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে কিনা? প্রকল্প বাস্তবায়ন হলে কারা লাভবান হবেন? নারী, বয়স্ক মানুষ ও শিশুদের লাভ হবে কিনা। সাধারণ মানুষ সুফল পেলে প্রকল্পের অনুমোদন করবো। প্রধানমন্ত্রী একটাই কথা সকল কাজের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ। এটাই হলো শেখ হাসিনার বার্তা।

শুক্রবার সকালে সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সরকারি এস. সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ মাশহুদ চৌধুরী, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদান করেন।

ইত্তেফাক/এসি

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …