শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন পলক

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত গৃহ পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে নির্মিত ঘর পরিদর্শন করেন। এসময় সুবিধাভোগী ১৮ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী পলক। প্রতিমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …