শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস : বাগানে ফিরলেন শ্রমিকরা

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস : বাগানে ফিরলেন শ্রমিকরা

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী হস্তক্ষেপে চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোয় ফুল ও চায়ের কুঁড়ি হাতে নিয়ে আনন্দ মিছিল করেছেন মৌলভীবাজারের হাজারো চা শ্রমিক। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান থেকে বিশাল একটি আনন্দ মিছিল নিয়ে হাজারো শ্রমিক জড়ো হন শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে।
লেবার হাউসের ভেতরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা করা হয় লেবার হাউসের সামনে ঢাকা-মৌলভীবাজার সড়কে। বিকাল সাড়ে ৫টায় চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, জননেত্রী দেশের প্রায় ১০ লাখ চা জনগোষ্ঠীর অভিভাবক। তিনি চা শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা জানেন। মালিক পক্ষ যখন আমাদের দাবি মানেননি তখন প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে সমাধান করে দিয়েছেন। আমাদের ১২০ টাকা থেকে ১৭০ টাকা করে দিয়েছেন। অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়িয়ে দিয়েছেন এ জন্য আজ আমরা চা পাতার কুঁড়ি ও ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছি। তিনি দেশের সব চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন- চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দিসহ অন্যান্য নেতারা। বক্তব্য শেষে নানা বাদ্যযন্ত্রের তালে তালে লেবার হাউসের সামনেই আনন্দ-উচ্ছ¡াসে মেতে ওঠেন শ্রমিকরা। পরে মিছিলটি পুনরায় শ্রীমঙ্গল শহর প্রদক্ষিণ করে ভাড়াউড়ায় গিয়ে শেষ হয়। শ্রমিকদের মজুরি বাড়ানোয় সরাসরি হস্তক্ষেপ করায় চা শ্রমিকদের আরেক অংশের নেতা বিজয় বুনার্জীসহ অন্য নেতারাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …