সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রথম বঙ্গবন্ধু পদক পাচ্ছেন দুই কূটনীতিক

প্রথম বঙ্গবন্ধু পদক পাচ্ছেন দুই কূটনীতিক

নিউজ ডেস্ক:

দেশি-বিদেশি দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় অবদানের জন্য প্রথমবারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছে সরকার। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই পদক চালু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরি এবার বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছেন।

আগামী ২০ ডিসেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন।

উল্লেখ্য, প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা একজন বিদেশি কূটনীতিককে ধারাবাহিকভাবে ওই পদক দেয়া হবে।

আরও দেখুন

নাটোরের লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,, নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। …