রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল থামতে না থামতে ই সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরপরেই ব্যাপকভাবে যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে সেটি উপজেলা পরিষদ নির্বাচন।

যদিও এই নির্বাচনেও অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপি এবং এর মিত্ররা। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। উপজেলা পরিষদের নির্বাচন ৪টি ধাপে অনুষ্ঠিত হবে।

এরমধ্যে ১০৮ টি উপজেলা নির্বাচন হবে প্রথম ধাপে। প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ মে। এই নির্বাচনে নাটোর জেলার নাটোর সদর, নলডাঙ্গা এবং সিংড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …