রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / বিনোদন / বলিউড / প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘সাহো’

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ‘সাহো’

বিনোদন ডেস্ক
‘বাহুবলী’খ্যাত প্রভাসের তারকাখ্যাতি, চমকপ্রদ প্রচারণা এবং হলিউডসুলভ অ্যাকশন থ্রিলার দৃশ্যায়নের সুবাদে চলতি বছরের সবচে’ প্রতীক্ষিত ও বহু ভাষায় নির্মিত সিনেমা ‘সাহো’ প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটি রুপি। সামান্যের জন্য ‘বাহুবলী ২’র রেকর্ড ভাঙতে পারেনি ‘সাহো’। বাণিজ্য বিশ্লেষক গিরিশ জহর আগেই বলেছিলেন, ‘সাহো’র উপার্জন অনেক বেশিই হবে। কারণ দক্ষিণ ভারতে প্রভাস একজন মেগাস্টার। তার ব্যাপক সংখ্যক ভক্ত-অনুসারী রয়েছে। হিন্দি বলয়েও তিনি দারুণ পরিচিত মুখ। রেকর্ড সৃষ্টি করা ‘বাহুবলী’ তো তারই কৃতিত্ব। মুক্তি-পূর্ব বিশ্লেষণে বোঝা যাচ্ছে, প্রথম দিনেই বক্স অফিসে ‘সাহো’র শুরুটা দুর্দান্ত হবে। গিরিশের কথাই সত্যি হলো। হিন্দি বলয় অর্থাৎ উত্তর ভারতে ‘সাহো’ আয় করেছে ২৪ কোটি রুপি। এর সঙ্গে অন্যান্য ভাষার প্রদর্শনীগুলো মিলিয়ে মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে।বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, ১ম দিনটি ‘সাহো’র দুর্দান্ত কেটেছে। ২য় এবং ৩য় দিনও দারুণ আয় করবে সিনেমাটি। তবে সিনেমা সম্পর্কে তিনি খুব নেতিবাচক মন্তব্য করে আগেই বলেছেন, ‘সাহো’ সিনেমাটি ‘অসহ্য’। মূলত খারাপ চিত্রনাট্যের কারণেই তার এই মন্তব্য ছিল। তবে দর্শকদের কাছে প্রভাস ও শ্রদ্ধার রোমান্স ভালো লেগেছে। আর অ্যাকশন দৃশ্যে তো মুগ্ধতার শেষ নেই। সমালোচকরা যা-ই বলুন না কেন, দর্শকরা যে দারুণভাবেই সিনেমাটিকে গ্রহণ করেছে, তা বোঝা যাচ্ছে ‘সাহো’র ১ম দিনের সংগ্রহ দেখে।
 

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …