রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত আর পরীক্ষা নেই

প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত আর পরীক্ষা নেই

বর্তমানে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত যে ধরনের পরীক্ষা নেয়া হয়, ২০২১ সাল থেকে সেই প্রথাগত পরীক্ষা থাকবে না। শিশুরা যেন পড়াশোনা কে চাপ না মনে করে এটিকে আনন্দের সাথেই গ্রহণ করে তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।  মূলত শ্রেণিকক্ষেই ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে।

 বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন এই কথা জানান।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর ‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালন করা হবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ, যা ২০০৫ সালে ছিল ৫৩ দশমিক ৫ শতাংশ।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …