সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / জাতীয় / প্রত্যেক জেলায় হচ্ছে ন্যায়কুঞ্জ

প্রত্যেক জেলায় হচ্ছে ন্যায়কুঞ্জ

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আদালতে আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা-সংবলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার আদালত ভবনের সঙ্গে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে অনেক জেলায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গতকাল দুপুরে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী যারা আসেন তাদের বসার কোনো স্থান নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, মায়েদের জন্য শৌচাগার নেই, তখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করে সারা দেশে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেন। ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, সিরাজগঞ্জ বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলসহ বিভিন্ন পদমর্যাদার বিচারকরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …