বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / প্রতি মাসের ৫ তারিখে চুরির প্রতিবাদে মানববন্ধন

প্রতি মাসের ৫ তারিখে চুরির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
গত বছরের ডিসেম্বর থেকে গত এপ্রিল পর্যন্ত প্রতি মাসের ৫ তারিখে নিয়ম করে কারো না কারো কোন না কোনকিছু চুরি করে চলেছে এক চোর। এতে অতিষ্ট হয়ে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ীবাসী। ২০১৯ এর ৫ ডিসেম্বরে রমজান আলীর ধান মাড়াই মেশিন, এ বছরের ৫ জানুয়ারি গ্রামের শরিফুল ইসলামের অটোচার্জার, ৫ ফেব্রুয়ারিতে খোরশেদ আলমের চার্জারভ্যান, একই তারিখে বাতাসু মিয়ার চার্জারভ্যান, মার্চ মাসের ৫ তারিখে শিক্ষক মোস্তাকিম হক বাবুর বাড়ি থেকে ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল এবং গত ৫ এপ্রিল মধ্যদূর্গা সংলগ্ন ফুলবাড়ী এলাকা থেকে বাচ্চু মিয়ার ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের রামভদ্রপুর গ্রামে এসব চুরির ঘটনা ঘটেছে। হিসেবে প্রতি মাসের ৫ তারিখে চুরির ঘটনা ঘটছে।

এর প্রতিবাদে কৃষি-যন্ত্রপাতিসহ মালামাল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত চোরদের গ্রেফতার দাবিতে ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের রামভদ্রপুর মোড়ে শনিবার (১৩ জুন) ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে গ্রামবাসী।

এতে বক্তব্য রাখেন শিক্ষক মোস্তাকিম হক বাবু, বাচ্চু মিয়া, আবু তাহের, আফজাল হোসেন, রেজাউল ইসলাম, মনিরুজ্জামান মনির, মমিনুল হক ও নূর আলম। মানববন্ধনে গ্রামের দুই শতাধিক গ্রামবাসী অংশ নেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঈদের আগে অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম। খোঁজখবর নিয়ে এসব ঘটনার ব্যবস্থা নেব।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …