রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / প্রতিহিংসার বিষে পুড়লো তিন কৃষকের জমির ধান!

প্রতিহিংসার বিষে পুড়লো তিন কৃষকের জমির ধান!


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে তিন কৃষকরে প্রায় তিন বিঘা জমির ধান আগাছা নাশক (বিষ) ছিটিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। পূর্ব শত্রুতা বসত প্রতিহিংসা করে রাতের আধারে ধান পুরে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিল-পালশা এলাকায় বানিয়াপাড়া পশ্চিম মাঠে। এঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বিল পালশা গ্রামের লোকমান সরদারের ছেলে কৃষক বকুল সরদার বলেন, গত ২২ বছর ধরে একই এলাকার বানিয়াপাড়া গ্রামের গোনেশ চন্দ্রের ৪৯ শতক জমি বর্গাচাষ করে আসছেন। এ মৌসুমে ওই জমিগুলোতে কাটারীভোগ ও জিরাশাইল ধান রোপন করেছেন। ইতি মধ্যে ধান গামর হয়েছে। এরই মধ্যে পূর্ব শত্রুতার জ্বের ধরে এলাকার জনৈক দুই ব্যাক্তি বুধবার রাতে জমিতে আগাছানাশক (বিষ) ছিটিয়ে ধান পুড়ে দিয়েছে। এতে প্রায় ৪২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বানিয়া পাড়া গ্রামের আব্দুল জলিল জানান, একই রাতে ১৯শতক জমির ধান বিষ ছিটিয়ে পুড়ে দিয়েছে জনৈক ব্যক্তিরা। এছাড়া ওই রাতেই একই গ্রামের রমজান আলীর সাড়ে ২৬ শতক জমির ধান আগাছানাশক ওষুধ ছিটিয়ে পুড়ে দিয়েছে বলে জানিয়েছেন রমজান আলী।এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্থ্য জমিগুলো পরিদর্শণ করেছি। আপাতত বেশি বেশি পরিমান পানি ছিটানোর পরামর্শ দেয়া হয়েছে। তবে ধানগুলো সেরে ওঠবে কিনা তা ৩/৪দিন পার না হওয়া পর্যন্ত বলা যাবেনা।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং শুক্রবার বিকেলে ধানগুলো দেখেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …