রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রতিমন্ত্রী পলকের সঙ্গে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির নেতাদের সাক্ষাৎ

প্রতিমন্ত্রী পলকের সঙ্গে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় কর্মরত নাটক সাংবাদিক সমিতি।

বুধবার বিকেল চারটার দিকে তাঁর কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতারা। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়। তিনি নাটোর সাংবাদিক সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি কামরুল হাসান সবুজ (সময় টিভি), সাধারণ সম্পাদক এমদাদুল হক (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি), প্রচার সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য মাহমুদুল হক খোকন (চলনবিল প্রবাহ), এসএম আতিকুর রহমান (এনটিভি) ও হুমায়ুন কবির (চ্যানেল টুয়েন্টিফোর) প্রমুখ।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …