শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / প্রতিমন্ত্রী পলককে ফোন করে খাদ্য সামগ্রী পেলেন প্রতিবন্ধী মানিক চাঁন

প্রতিমন্ত্রী পলককে ফোন করে খাদ্য সামগ্রী পেলেন প্রতিবন্ধী মানিক চাঁন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় অন্ধ বাউল মানিক চান। একজন পথ শিল্পী। জীবনের তাগিদে গান গেয়ে সারাদিন উপার্জন করে তাঁর সংসার চলতো। ছিলো না নিজস্ব কোনো আবাসন। নদীর ধারে খাস জায়গায় কোনো রকম বসবাস করতো। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা আছে ঘর নাই প্রকল্পের এক টুকরো জমিতে আইসিটি প্রতিমন্ত্রীর সহযোগিতায় থাকার জন্য ঘর পেয়েছেন তিনি। প্রতিবন্ধী কার্ড ও পেয়েছেন। করোনার কারনে রাস্তায় বের হতে পারেন না। তাই দৈনিক কোনো আয় নাই। এমতাবস্থায় কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু তাকে দেখভাল করে আসছিলেন।

আজ সোমবার প্রতিমন্ত্রী পলকের ফোনে ফোন করে খাদ্য সামগ্রী চান তিনি। পরে প্রতিমন্ত্রীর নির্দেশে তাঁর বাসায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছানো হয়।

কলম ইউপি চেয়ারম্যান চুনু জানান, প্রতিমন্ত্রীর নির্দেশনায় প্রথম থেকেই তাঁকে সহায়তা করা হচ্ছে। কিন্তু সে প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে সহায়তা নিতে ফোন করেন। কারন প্রতিবন্ধী হলে ও সে প্রতিমন্ত্রীকে খুব ভালো বাসেন। সে অন্ধ হলেও ফোনে কল দিতে পারে। তাঁর মনের দৃঢ়তা বেশি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …