শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / প্রতিমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টায় সিংড়ায় ৩৬০ বস্তা সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টায় সিংড়ায় ৩৬০ বস্তা সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষনার ২৪ ঘন্টা পার না হতেই উপজেলা ও পুলিশ প্রশাসন শালমারা গ্রাম থেকে মজুদ সার উদ্ধার করে ৪৮ ঘন্টার মধ্যে বিতরণের নির্দেশ দেন। এর আগে রবিবার উপজেলা প্রশাসনের ১ টি সভায় সার মজুদদারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন জুনাইদ আহমেদ পলক এমপি। এদিকে সোমবার দুপুরে ইউরিয়া সার মজুদ করার অপরাধে ইটালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম। সে ইটালী ইউনিয়নের শালমারা গ্রামের মৃত খোরসেদ আলমের পুত্র। ইউ পি সদস্য মো. মোকলেছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে শালমারা বাজারে খুচরা সার বিক্রি করি। এবং সার বিক্রি করার জন্য একটি লাইসেন্সের আবেদনও করা আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা সহ পুলিশ সদস্যরা ইউপি মেম্বারের বাসায় অভিযান করে সারগুলো জব্দ করে ২ দিনের মধ্যে কৃষি অফিসারের তত্বাবধানে সরকারী মূল্যে বিক্রির নির্দেশ দেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এম. সামিরুল ইসলাম জানান, ‘মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয় ‘এর নির্দেশে কোনো অবৈধ মজুদদার কৃত্রিম সার সংকট না করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …