নিজস্ব প্রতিবেদক, লালপুর:
আজ রবিবার (২৩ই মে) রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও নগদ চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, লালপুর উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কাওসার, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে শেখ হাসিনার অনুদান ঠিক তেমনি ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে ও শেখ হাসিনার অনুদানের চেক পৌঁছে দিয়েছি আমরা। আজকে আমার দেশ বিশ্ব দরবারে নতুন রুপে উন্নয়নশীলদের কাতারে শামিল হচ্ছে এটা আমারদের কঠোর পরিশ্রম ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা এ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি বলে ব্যক্ত করেন।
আরও দেখুন
নাটোরের মহাশ্মশানে হত্যাকান্ডের ঘটনায় এক যুবক চট্রগ্রাম থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও সেবাইত তরুন দাস হত্যাকান্ডের ঘটনায় সবুজ হোসেন …