শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন

প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবীতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কান্দিভিটাস্থ প্রতিবন্ধী বিদ্যালয়ে তারা এই কর্মসুচি পালন করে।

নাটোর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আকরাম হোসেন, সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, নাজিরপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারী সিদ্ধান্ত মোতাবেক তারা গত বছরের ১ জানুয়ারী অনলাইনে বিদ্যালয়গুলোর স্বীকৃতি প্রদান ও এমপিওভুক্ত করণের আবেদন করেন। এছাড়াও স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে বিদ্যালয়ের ১৩ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়। কিন্তু অদ্যাবধি বিদ্যালয়গুলো এমপিও ভুক্ত এবং শিক্ষক কর্মচারীদের বেতনভাতা না হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় গত বছরের ২৯ নভেম্বর তারা বিদ্যালয়গুলোর স্বীকৃতি প্রদান ও এমপিওভুক্ত করণ, শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতনভাতা নিশ্চিতকরণ সহ ১১ দফা দাবীতে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। কিন্তু এর পরেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে তাদের দাবী দাওয়া পুরণ করা না হলে তারা ঢাকায় অনশনসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করবেন বলে ঘোষণা দেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …