নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিনের মতো খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। শনিবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে এবং সন্ধ্যার পরে নিজ বাসভবনে এই খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ৫০ টি পরিবারের মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় মেয়র জানান, যারা প্রকাশ্যে সহযোগিতা নিতে সংকোচ বোধ করেন তাদের রাতের অন্ধকারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য উপহার তাদের হাতে তুলে দিচ্ছি। সেই সাথে তারা যাতে নিজ বাড়িতে যেতে কষ্ট না পান সেজন্য খরচ দিয়ে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করছি।
এই খাদ্য উপহার বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ১ নং প্যানেল মেয়র এবং ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুম।