নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি প্রচন্ড গরমে দ্রুত লবণজাত না করার কারণে অনেক চামড়া পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার মোকামে চামড়া ব্যবসায়ীরা জানান গতকাল দুপুর থেকে সারারাত ধরে মোকামে চামড়া এসেছে। সেই চামড়া গুলো লবণজাত করে না আনায় অনেক চামড়া পচন ধরে নষ্ট হয়েছে। এতিমখানা কওমি ও হাফেজিয়া মাদ্রাসা এবং লীলা বডি বোর্ডিংয়ের সংগ্রহকৃত চামড়া গুলোতে ঠিকমতো লবণ জাত করতে পারেননি তারা। ওই সকল প্রতিষ্ঠানে ছুটি থাকার কারণে এই অবস্থা হয়েছে বলে তাদের ধারণা। তবে লবণজাত করে আনতে পারলে একটি চামড়াও নষ্ট হবে না বলে তারা জানান। তবে চামড়ার দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ছোট গরুর চামড়া ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কিনেছেন। তারা এবং বড় গরুর চামড়া ৮০০ থেকে ১০০০ টাকায় প্রতি পিস হিসেবে কিনেছেন। আগামী শুক্রবার থেকে ঢাকা থেকে ট্যানারি মালিকের প্রতিনিধিরা আসবেন এই মোকামে চামড়া সংগ্রহ করতে এবং বিভিন্ন জেলায় যে সকল চামড়া লবণজাত করা হয়েছে সেগুলোও আসতে শুরু করবে এই মোকামে। ব্যবসায়ীরা জানান এবার তুলনামূলকভাবে কোরবানি কম হয়েছে সেই কারণে লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …