নিজস্ব প্রতিবেদক : নাটোরের মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের বিরুদ্ধে আনীত নিয়োগ বাণিজ্য ও নানা রকম অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারিরা। আজ সোমবার রাত সাড়ে ৯টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাস মাঠে তাৎক্ষণিক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির ইংরেজির সহকারি শিক্ষক আব্দুল হাকিম বি.এড সনদ জালিয়াতির মাধ্যমে উচ্চতর গ্রেডের আবেদন করেন।কিন্ত পরবর্তীতে মাউশি কর্তৃক তার সনদ জাল বলে প্রতীয়মান হয় এবং এই প্রমাণের অনুকূলে ২০২০ সালের ৯ জানুয়ারি মাউশির মাধ্যমিক-১ শাখার শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার স্বাক্ষরিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়।এই ক্ষোভ থেকে আব্দুল হাকিম আমার বিরুদ্ধে বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উস্কে দেন।বর্তমানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে আব্দুল হাকিম আমাকে আমার পদ থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে থাকা মন্ত্রণালয়ের অভিযোগকে আড়াল করে অসত্য তথ্য দিয়ে গণমাধ্যমে রিপোর্ট করান।প্রকৃত সত্য উদঘাটনে উর্ধতন যে কোন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে এলে আমি ও আমাদের শিক্ষকরা সকল কাগজপত্র দেখাতে প্রস্তত আছি। তবে এ বিষয়ে সহকারী শিক্ষক আব্দুল হাকিম জানান, তিনি এ সকল ষড়যন্ত্রে জড়িত নেই।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …