নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করলেন সিংড়ার যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। রবিবার সকাল ১০ টার দিকে নাটোর শহরের একটি চাইনিজ রেস্তোরায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা কামরুল হাসান কামরান লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য প্রমাণ করার পক্ষে বক্তব্য রাখেন। এর আগে ডিবিসি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আজও তার বক্তব্য এড়িয়ে গিয়ে ঘটনায় প্রচারিত মহিলাকে তার স্ত্রী দাবি করেন।
তিনি আরো বলেন ১৩ আগস্ট তাদের বিয়ে হয়েছে। তবে বিয়ের সপক্ষে কোনো কাগজপত্র উপস্থাপন করেননি।
সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনেন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে মামলা করা হবে কিনা এমন প্রশ্ন করা হলে।
তিনি জানান, মামলার কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে শীঘ্রই আইসিটি আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …